শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) -এর উদ্যোগে দিনব্যাপি ওয়ার্কসপ ৯ ডিসেম্বর, ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের আরিফ ইকবাল মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর IQAC পরিচালক প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওয়ার্কসপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রনজিৎ কুমার দে। ওয়ার্কসপের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IQAC পরিচালক, রসায়ন বিভাগের প্রফেসর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্বাচিত মাস্টার ট্রেইনার ড. মোঃ আশরাফুল আলম। ওয়ার্কসপ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. নায়ীম আলীমুল হায়দার শুরুতে ড. মোঃ আশরাফুল আলমের বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবন তুলে ধরেন এবং বাংলাদেশের উচ্চ শিক্ষায় পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে তাঁর অবদান বর্ণনা করেন।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ওয়ার্কসপ উদ্বোধন করে বলেন অংশগ্রহণকারী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ-এর শিক্ষকগণ এই ওয়ার্কসপের মাধ্যমে শিক্ষা প্রদানের ক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে উপকৃত হবেন। দিনব্যাপী এই ওয়ার্কসপের বিষয় ছিল ‘Outcome Based Education (OBE) Curriculum Development’। ওয়ার্কসপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।